জুম্মোবি তোকে পাশে চাই
✍️S.M.
চলেছি একা রাঙ্গামাটির জুম পথে,
বরপরঙের আগে মোদের অবস্থানের খোঁজে।
রাঙ্গামাটির জুম পথের এপাশে-ওপাশে,
হাজারো মানুষের ভিটেমাটি ডোবানো সেই বাধেঁর জল।
হাঁটতে হাঁটতে হাঁফিয়ে রায়,জুমঘরে জিরোয়,
কথা বলি সনের চালার মাচাং ঘরের সাথে।
আমি ভাবি!!মাচাং ঘর যেন আমায় বলে,,,
আমায় দেখ!আমি যেমন হারিয়ে যাচ্ছি, তেমনি
হারিয়ে যাচ্ছে তোদের আগেকার দিনের সামাজিক,
জীবন-যাপনের না জানা দিনগুলো!!!!
আবার হাঁটি! ডিঙিয়ে যায় পাহাড় আর পাহাড়,
নানা-নানিদের সাথে আগের দিনের গল্প হয়।
রাজবাড়ীর গল্প,মাউরুম ছড়ার গল্প,বরপরঙের গল্প,
ষাট দশকের আগের জীবন-যাপনের গল্প হয়।
সন্ধ্যার আঁধারে মাচাং ঘরের বারান্দায় আড্ডা হয়।
নানান ইতিহাস, নানান গল্প,নানান আশা-আকাঙ্খা
হাজারো লোকের জীবনযুদ্ধের গল্প নিয়ে,,,,
ফেরার জন্য হাঁটছি আবারও জুমপথে একাকী,
জুমঘরে জিরোয়, সন্ধ্যা হয়ে আছে,আর মনে ভাবি,
আর বলি,,,
কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আঁধারে,
যদি কোন এক জুম্মোবি এসে ডাকতো আমারে!!
যদি বলতো তোমার সমাজ-সভ্যতার চেতনায়,
প্রগতির চেতনায় আমিও পাশে থাকতে চাই!!!!