২০২১ সালে যখন আমার চাকমা ভাষার প্রতি টান সৃষ্টি হয়,,,, আমি তখন ভেবেছিলাম নিজের মাতৃভাষার বর্ণ হয়তো শিখতে পাবো না,,তাই আমার অনুভূতি প্রকাশে এই কবিতাটি লেখা।
“মনত দুঃখ”
_সুমন চাকমা
চাঙমা অনে ওই চাঙমা লেগা
শিগি নপাঙ ভারী মনত দুখ,
চাঙমা লেগা শিগি পেদুঙ
লাগিদো ভারী মনত সুখ।
চাঙমা লেগা শিগি নপেই
শিগি পেই বানা হদা,
চাঙমা লেগা শিগি পেদুঙ
লিগিদুঙ মনর হদা।
চাঙমা লেগা লিগিবার
মর ভারী ধাপ,
চাঙমা লেগালোই বোঝেই দিদোঙ
আমি জুম্মো জাত।
দিগিলে শিগিবার মনে হয়
হি দোল ওক্কোরুন,
লিগিবার সেলে লিগি নজানঙ
গেচ্ছে শিগি নপেই হুত্তুন।
হবালোত নেই শিগি নপেই
হি আর গুরিবোঙ,
মনে হয় শিগি নপেবঙ
ইয়ান মানি লুয়োঙ।
জন্মিয়েই মানজো দেজত
শিগা পুরিবো মানজো ভাষা,
ন শিগিলে ন থেবো আমার
ইদু বাজিবার আজা।
পিত্তিমি সমারে চলিবার সেলে
শিগা পুরিবো আর অ নানান ভাষা,
সিগি পাললে যদো বদে গুরি
থেব অ আমার বাজিবার আজা।
ইয়েনির মধ্যে যে তে যায়
এক্কান মনত দুঃখ,
নপেবঙ নিজো ভাষা লিগিনে
মনত সুখ।।।।
তবে আমি নিজে চেষ্টা করে কিছুটা শিখে নিলাম আমার নিজের মায়ের ভাষার বর্ণমালা,,,আর ২০২২ সালের জুন মাসেই সরকারি ভাবে চাকমা ভাষা ও বর্ণমালা প্রশিক্ষণ নিয়ে আমি আমার মায়ের ভাষা আয়ত্ত করলাম।আশা করি আমিও শেখাতে পারবো,,,তাই আমি গর্বিত যে, এবার থেকে গৌরব বোধ করে বলতে পারবো আমার ও নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে।আমি এই প্রশিক্ষণের অভিজ্ঞতা সার্থক করতে চাই,,,, অন্যদের উৎসাহিত করে।