মন খারাপের দেশে
Writen by SUMON CHAKMA
আজ কিছু লিখবো এমন একটা জায়গায় বসে,,,! যেখানে কারোরই মন ভালো নেই।ঠিক তেমনি আজ আমার ও মন ভালো নেই। অনেক চিন্তায় আছি,,বুক ধরফর করছে।বসে আছি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের ৩য় তলার ৭নম্বর বেডে,,,,আমার দাদিকে নিয়ে,,সাথে রয়েছে আমার মাসি।
চারিদিকে রোগী আর রোগী,,তার সাথে বসে আছে তার আত্নীয়-স্বজন!! ঠিক তেমনি বসে আছি আমি ও। মনে মনে ভাবছি কর্মের এ কেমন খেলা।ক্ষণে ক্ষণে বেড ও কেবিন খালি হয়,, মুহূর্তেই আবার সেই বেড ও কেবিন পূর্ণ হয়। কিছুক্ষণ পর পর যখন রোগীর যন্ত্রনার শব্দ শুনি তখন বুকটা যেন ধরফর করে উঠে। মনে মনে তার জন্য মঙ্গল কামনা করছি।
মনে হয় এ যেন মন খারাপেরই দেশ। যেখানে সবারই মনে একই চিন্তা,সবারই একই ভয় থাকে।সবসময় চিন্তা থাকে কখন ভালো হবে/হবো আর কখন বাড়ি যাব।
মনমরা মনে বসে আছি দাদির পাশে,, কিছুক্ষণ পর পর মোবাইল টিপি।আর হঠাৎ করে মেডিসিনের প্রেসক্রিপশন হাতে নিয়ে আগমন হয় নার্সের।তখনই ছুটতে হয় ওষুধের প্রেসক্রিপশন নিয়ে হসপিটালের পাশা থাকা ডাক্তারের দোকানে।
তারপর দেখি রোগীর সাথে রোগীর ভাব হয়,,, তাদের সমস্যা গুলো বলাবলি করে,,,কি অসুখ,কোথা থেকে এসেছেন,এরকম করে ভাব হয়। এগুলো দেখে আমার মনে হয়,পুরো হাসপাতালটাই যেন একটা দেশ। যেখানে সকল নাগরিকের মন খারাপ।আর একেকটা তলাকে মনে হয় যেন, একেকটা বিভাগ আর একেকটা রুমকে মনে হয় যেন একেকটা গ্রাম।একেকটা বেড আর কেবিনে থাকা রোগী আর তার আত্নীয়-স্বজন যেন মন খারাপের দেশে একেকটা পরিবার।
আর এখানে দেখা হয় বন্ধু এবং আত্নীয় স্বজনদের সাথে,,, তাদের ও আসতে হয়েছে মন খারাপের দেশে।যেমন আমার সাথে দেখা হয় আমার বন্ধুর! আমাদের আগে এসেছেন তারা,,তার মা অসুস্থ।নিশ্চিত নেই সুস্থ হওয়ার,,, অনেক খারাপ লাগছে এগুলো শুনে।
তবে কিছুটা ভালো লাগে নার্স ও ডাক্তারদের সেবা দেখে,,মনে মনে আগ্রহ জাগে তাদের মতোন হওয়ার। আমি জানি এসব চিন্তা ভাবনা আমার কাছে “আকাশকুসুম” যা, কিছুতেই সম্ভব নয়। তবুও তাদের সেবা দেখে আমার ও ইচ্ছা জাগে,,,যদি আমিও সেবা করতে পারতাম।
মন খারাপের দেশে থাকা সব পরিবারের দুঃখ দেখে মন খারাপ আজ,তাই আমি মনে মনে সকলের মঙ্গল কামনা করি।কার কখন কি হয় কেউই জানেনা,কে বলতে পারে কখন আমাকে ও আসতে হয়,এই দেশে নিজেরই কোনো সমস্যাই,,তবে কামনা করি তা যেন না হয়।
রাতে ঘুমাতে মন চায় না,দাদির কখন যে কি হয় ঠিক নেই,,,তাই মোবাইল টিপি কিছুক্ষণ,, তবুও চোখের ঝিমুনি যায় না,,,কাল রাত বারোটা পর্যন্ত বেডের পাশে বসে থাকলাম,,,তার পর কখন ঘুমিয়ে পড়লাম থেরই পেলাম না।আজ ২দিন হবো হসপিটালে। আগের বারে ৬দিন ছিলাম এই দেশে ,, সুস্থ হয়ে ফিরে গিয়ে একদিন পর আবারো আসতে হলো দেশে।
জানি না কবে সুস্থ হবেন দাদি,,,আমি ভগবানের কাছে কামনা করি দাদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়।আর কামনা করি সবাই যেন সুস্থ হয়ে চলে যেতে পারে।
লেখার তারিখ ২৮-২৯/০৬/২০২২